দেবিদ্বার পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের তারে জড়িয়ে একটি বন বিড়ালের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
দেবিদ্বার উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনের পশ্চিম পাশে অবস্থিত উপজেলা সেটেলমেন্ট অফিসের একতলা ভবনের ছাদে দেবিদ্বার পল্লী বিদ্যুৎ সমিতির ড্রপ তারের বেশীর ভাগ অংশই ছাদের সাথে আলিঙ্গন করে আছে। ছাদটি অনেক পুরাতন ও স্যাঁতস্যাঁতে হওয়ায় তাতে নানা ধরণের গাছ-গাছালি ও শ্যাওলা জন্মেছে। ছাদ, তার ও গাছ-গাছালি যেন ত্রিভুজ প্রেমের এক মূর্ত প্রতীক- আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। ফলে পুরো ছাদটিই বিদ্যুতে আর্থিং হয়ে থাকা অসম্ভব নয়।
গত ০৫/৯/২০১৮ তারিখ রাতে সম্ভবত: বন বিড়ালটি ছাদে উঠেছে এবং ত্রিভুজ প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে প্রাণপণ চেষ্টা করেও আর বাঁচতে পারেনি।পরদিন মৃত বিড়ালটিকে বিদ্যুতের তার থেকে অপসারণ করা হয়।
কারো সামান্য ভুল ও গাফলতি কারো জন্য মৃত্যুর কারণ হয়ে পড়ে। কাজেই আমাদের সকলকে সচেতন হওয়া উচিত।
--------০০০-------
(বি:দ্র:-পোস্টটি কারো ভালো লাগলে দয়া করে ভোট দিন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন)