আমাদের বাংলাদেশে বায়ু দূষণ নিয়া কোন মাথা বেথা নাই ।যে যা খুসি করতেছে । আমাদের মইলা আবর্জনা যেখানে খুসি আমরা ফেলি কিন্তু এই গুলো পরিবেশকে কতটা ক্ষতি করে আমরা যদি জানতাম তাহলে আমরা এই কাজগুল করতাম না ।বায়ু দূষণ হিসাবে বিশ্বের ৩য় স্তান হল এই ঢাকা । খুব খারাপ অবাস্তা ।
আসুন আমরা সকলে মিলে বায়ু দূষণ রোধ করার চেষ্টা করি । আর এই বায়ু দূষণ রোদ করার জন্য সকলের সাহায্য প্রয়োজন । তাহলে কাজটি করা সম্ভব হবে ।
বায়ু দূষণের উৎসগুলোঃ
- কলকারখানা, যানবাহন-ই এই গ্যাসের প্রধান উৎস ।
- পুরাতন যানবহনের ধুয়া । এই যানবহনের ধুয়া মানুষকে প্রচণ্ড ক্ষতি করে।
- কলকারখানার বর্জ্য পদার্থ নদীতে ফেললে ।এই নদীর পানি প্রচণ্ড বায়ু দূষণ করে থাকে ।
- স্বর্ণের দোকানে ব্যাবহারিত নাইট্রিক এসিড বায়ুকে মারাত্মক ভাবে ক্ষতি করে ।
- যেখানে সেখানে মইলা আবর্জনা ফেললে ।
- পলেথিন ফেললে ।
- যেখানে সেখানে মল ত্যাগ করলে।
- যেখানে সেখানে মৃত দেহ ফেললে । যেমনঃ গরু,ছাগল, কুকুরের মৃত দেহ ।
- মইলা পানি জমা রাখলে একসময় খুবই দুরঘন্ধ হয়।
এর থেকে রক্ষার উপাইঃ
এর থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারকেই ভুমিকা রাখতে হবে । আইন শ্রিঙ্কলা বাহিনিকে চরম ভাবে নজরদারি করতে হবে। মইলা আবর্জনা ফেলার জন্য নিদ্রিস্ট জাইগা ঠিক করতে হবে । পুরাতন গাড়ির ইঞ্জিন বাদ দিয়া নতুন ইঞ্জিন করার জন্য বলতে হবে সরকারকে। মইলা আবর্জনা শহর থেকে অনেক দূরে নিয়া গিয়া পুড়ানোর বাবস্তা করতে হবে ।
আমরা যদি এই নিয়ম গুলো মেনে চলি তাহলে বায়ু দূষণ থেকে মুক্তি পেতে পারি । আমার পোস্ট পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ । সবাই ভাল এবং সুস্ত থাকবেন