আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালই আছেন আমিও ভাল আছি আজ শুক্রবার ভাবলাম আজকে বাসায় যে তরকারিটা আমি রান্না করেছি খুব স্পেশাল ভাবে বাসায় যেভাবে আমি বরাবরি মুরগির ঝাল করে তরকারি রান্না করি সাথে সাদা পোলাও বা সাদা ভাত দিয়ে পাতলা ডাল দিয়ে খেতে খুবই মজা লাগে আর আজকে আমি যেভাবে মুরগির ঝাল তরকারি রান্না করেছি একদম পাটাই পিষে এভাবে যদি আপনারা তরকারি রান্না করেন তরকারি থেকে একটা সুন্দর ঘ্রাণ আসবে চলেন বন্ধুরা দেরি না করে দেখে আসি আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি খুব অল্প সময় নিয়ে .
আশা করি আপনাদের কাছে আমার মুরগির ঝাল তরকারিটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই মেহমান আসলেও কিন্তু এভাবে মুরগিটাকে রান্না করে তাদের সামনে দিতে পারেন আশা করি তারা আপনার প্রশংসাই করবে আর আমি যে মসলাগুলো পিসি দিয়েছি ঠিক একই সাথে এই মসলাগুলো অফিসে তরকারির মধ্যে দিলে খুব সুন্দর ঘ্রাণ আসবে আমি আবারও বলছি অবশ্যই বাসায় রান্না করে খেয়ে আমাকে কমেন্ট অপশনে জানাবেন কেমন লেগেছে আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য আজ আসে আবার দেখা হবে অন্য কোন রেসিপি সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন .