আসসলামুওয়ালাইকুম? আশস করি সবাই ভালো আছেন আবারো আমি @hossainbd চলে আসলাম নতুন কিছু নিয়ে আপনাদের কাছে, আজ আমি যে এপটি নিয়ে কথা বলবো তা খুবই প্রয়োজনীয় যা সবার জানা এবং ব্যবহার করা উচিত, যারা এ এপ সম্পর্ক্ব জানেন তারা এড়িয়ে যেতে পারেন, আশা করি নতুনদের জন্য এ পোস্ট খুবই উপকারী হবে।
আমরা প্রতিদিন গড়ে প্রায় কয়েকশোবার সোসিয়াল নেটওয়ার্ক নটিফিকেশন চেক করি ব্যবহার করি শত এপ তার মধ্যে কিছু থাকে আমাদের দরকারি ৭০% এপই আমরা ব্যবহার করি অদরকারি যা থেকে আমাদের সময় নষ্ট ছাড়া কিছুই আসে না।
Sourch
তার মধ্য থেকে কিছু এপ রয়েছে যা ব্যবহার না করলেই নয় যেমন- imo, what'sapp, telegram, messenger, chrome ইত্যাদি এদের মধ্যে কিছু রয়েছে এড ফ্রি জামেলা মুক্ত মানে বিজ্ঞাপন মুক্ত আর কিছু এপে রয়েছে মাত্রাতিরিক্ত এড যা খুবই বিরক্তিকর!!
তার মধ্যে imo রয়েছে প্রথম নাম্বারে যা কোনভাবেই সারানো যায়না তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি এড ব্লকার শেয়ার করতে যাচ্ছি যা যেকোন বিজ্ঞাপনকেই সরিয়ে দিতে সাহায্য করবে, যার প্রমান আমি নিজে এন্ড্রোয়েড ফোনের সেরা Ad blocker বলতে পারেন।
যাই হোক আর কথা না বাড়াই সরাসরি এপ নিয়ে কথা বলা যাক, Adaway এপটি আপনি google play store এ পাবেন না, চিন্তার কোন কারণ আমি সম্পূর্ণ পদ্ধতি নিয়েই হাজির হয়েছি- প্রথমে আপনাদের Adaway ডাউনলোড করতে আরেকটি এপ দরকার পড়বে যার নাম F-droid নিচে আমি এ এপের লিংক দিয়ে দিলাম-
Click Here to Download F-droid
ডাউনলোড করা শেষ হলে F-droid এপটি ওপেন করুন এবং search বারে গিয়ে লিখুন Adaway ক্লিয়ার বুঝার জন্য নিচে স্ক্রিনশট দেখুন-
Screenshot : Nx4 mini (walton)
Time : 2018-08-28 17:23:13
তারপর Adaway তে ক্লিক করে instlle করুন তারপর সরাসরি Adaway এপে চলে যান গিয়ে এপটি ওপেন করুন - ওপেন করলে এমন আসবে ভালোভাবে বুঝার জন্য নিচে স্ক্রিনশট দেখুন
Screenshot : Nx4 mini (walton)
Time : 2018-08-27 17:26:17
এবার এপ নিজ থেকেই আপডেট খুঁজবে যদি আপডেট পেয়ে থাকে তাহলে আপডেটে ক্লিক করবেন সাথে সাথে host, data ফাইল ডাউনলোড হবে এবং আপনার এড ব্লকারটি একটিভ হবে তার জন্য অবশ্যই কিছু সময় দিতে হবে!!
এবার আরামছে যেকোন web site, application ব্রাউজ করুন বিজ্ঞাপন মুক্ত, তবে এপ ব্যবহার করার জন্য কিছু সতর্কতা রয়েছে- এপ ব্যবহার আপনি unrooted ফোনে করতে পারবেন না শুধুমাত্র rooted ফোনেই এপটি ভালোভাবে কাজ করে। তবে চিন্তার কোন কারণ নেই আমি এন্ডোয়েড ফোনের জন্য আরেকটি Ad blocker এপ দিয়ে দিচ্ছি চাইলে সহজেই ডাউনলোড করে নিতে পারেন।
Root সম্পর্কে জানতে এখানে ভিজিট করুন What is root?
To Download Ad blocker without root Click Here
এবার নিশ্চিন্তে এন্দোয়েড ফোন ব্যবহার করুন বিজ্ঞাপন মুক্ত!!
আমার যত পোস্ট-
Subscribe follow and get a Xiaomi Poco F1 phone from c4e tech
The scene after the end of Cyclone Mora!!
To learn more Click Here @hossainbd
Create by @hossainbd