ফল হল মানুষের জন্য এক প্রকার সুষম পুষ্টিকর খাদ্য। আমরা সাধারণ জীব আমাদের এই পৃথিবীতে সুস্থ শরীররে বেঁচে থাকতে হলে প্রতিদিন আমাদেরকে সুষম পুষ্টিকর খাবার আহার করা প্রয়োজন। কিন্তু পুষ্টিকর খাদ্য আমরা যেটাই আহার করি না কেনো এইসব খাবার আহারের পরে আমরা যদি ফল জাতীয় কিছু খাদ্য আহার করি তবে শরীরের অনেক পুষ্টি যোগাতে সাহায্য করে। বাংলায় একটি প্রবাদ আছে, খালি পেটে জল আর ভরা পেটে ফল। আর এর জন্য ভরা পেটে ফল খাওয়া উচিত। এইসব ফলের মধ্যে যে ফলটি বেশী সুস্বাদু সেই ফলটি আপেল। আপেল সারা বিশ্বজুরে খুব জনপ্রিয় একটি ফল। আপেল সারা পৃথিবীতে প্রচুর পরিমাণে চাষ আবাদ করা হয়ে থাকে। আপেল এমন একটি ফল যে এই ফলটির মধ্যে সমস্ত রকম ভিটামিন থাকে। যা মানুষের জন্য উপকারী।আপেল খেলে মানুষের শরীরে বিভিন্ন প্রকার রোগের বিরুদ্ধে মোকাবিলা করতে সাহায্য করে।