সাদিয়া আমার ভাতিজী। ও মাত্র ২য় শ্রেণীতে পড়ে।অনেক মেধাবী।
১ম এবং ২য় শ্রেণীতে বৃত্তি পেয়েছে।
ও এবার যেটা পড়ে সেটা আর ভোলে না।
অনেক মেধাবী। আল্লাহ যেন ওর মেধা ভালো রাখে।
ওর বাবা মায়ের ইচ্ছা ওর ডাক্তার বানানো।
আল্লাহ যেন ওর বাবা মায়ের ইচ্ছা পুরণ করেন।
আমি খুব সাদিয়াকে ভালোবাসি। আমিতো ঢাকাতে থাকি আর সাদিয়া গ্রামের বাসাই।
সবাই সাদিয়ার জন্য দোয়া করবেন।
সবাইকে অনেক ধন্যবাদ