অনেকদিন পর....
মোঃ আমির হোসাইন
*****************************
কবিতা লিখি না অনেকদিন
তাই বলে ভেবোনা হয়ে গেছি রস-কষহীন,
আমি আছি আগের মতো
তবে গন্তব্য বিহীন ।
কবিতা আছে মনে
হয়না লেখা এখন আর
প্রতি ক্ষণে ক্ষণে ।
বসা হয়না এখন আর আনমনে
নিজেকে নিয়ে দৌড়াচ্ছি প্রাণপণে ,
আমি আছি জীবন নিয়ে সন্দিহানে।