সম্প্রতি অধ্যাপক জাফর ইকবাল এর উপরে জঙ্গী হামলার পরে পুলিশ সদর দপ্তর নড়ে চড়ে বসেছে। কারন হামলার সময়ে জাফর ইকবালের পিছনে ছিল তারই নিরাপত্তায় নিয়জিত কয়েকজন পুলিশ সদস্য। কিন্তু বিভিন্ন ছবিতে দেখা যায় যে, তখন তারা মোবাইলে মজে ছিলেন। এরপর থেকেই পুলিশের ডিউটিরত সময়ে মোবাইল ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা করার সুপারিশ করা হয়। যদিও এই আইন আগেও ছিল কিন্তু পুলিশ সদস্যরা মানতেন না। এবার দেখা যাক সবাই মানে কি না।