কেন কিছু লোক আজো ধর্মের চেয়ে দলকেই বড় মানে,
ওরা নীতির পক্ষ না নিয়ে কে বলে নেতার পক্ষ টানে
যদি মুজিব,জিয়ার বদনাম শুনে কর্মীরা কেঁপে উটে,
কেন প্রিয় নবীজির অবমাননায় প্রতিবাদ নেই ঠোটে!
কেন মুখে বল শুধু কোর-আন পরি ইসলাম ভালোবাসি,
কেন প্রিয় নবীজির কুৎসাকারীর এখনো দাওনি ফাসি!
কেন বিক্ষোভে জাগা শাপলার বুকে নির্মম গুলি চলে,
কেন মুমিনের প্রাণ ঢলে পরে সেই শাপলার পাদ জলে!
যদি জাদুগর পিচি বার্ডেন ঘিরে সমাবেশে পায় ছাড়!
তবে ব্যাংক পারা যেতে কি এমন দোষ তৌহীদি জনতার,
যদি গনজাগরণ শাহাবাগে থাকে একাধারে দুই মাস
কেন? একরাত থেকে শাপলার বুকে হেফাজত হবে লাশ???
কেন?কেন?কেন?