মধ্যেযুগে ভারতবর্ষের নদীয়া জেলার কৃষ্ণনগরে গোপাল ভাঁড় নামে একজন বিশিষ্ট মানুষ ছিলেন।অষ্টদশ শতাব্দীতে গোপাল ভাঁড় ছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচনদের রাজসভার একজন বিশিষ্ট রোমানঞচকর ও রাজার প্রিয় মানুষ ছিলেন। গোপাল ভাঁড়ের বিভিন্ন রকম গল্প বই আছে। গোপাল ভাঁড়কে হাসিররাজা নামেও ডাকা হয়। তার বিভিন্ন হাসির গল্প পড়লে মন হাসি খুশিতে যায়। তিনি ছিলেন সেযুগের কৃষ্ণনগর তথা ভারতবর্ষের একজন বিশিষ্ট মানুষ।