কিশোর কুমার গাঙ্গুলী ভারতীয় সঙ্গীত একজন নামজাদা জনপ্রিয় সঙ্গীত শিল্পী। ১৯২৯ সালের ৪ঠা জুলাই আজকের দিনে জন্ম গহন করেন। কিশোর কুমার এমন একজন সঙ্গীত শিল্পী তিনি শুধু সঙ্গীত শিল্পী নয় বিভিন্ন সিনেমাতে অভিনয়ও করেছেন।তিনি চিত্রনায়ক,গীতিকার,সুরকার,পরিচালক,এছারাও গান লিখতেন। কিশোর কুমার গাঙ্গুলীর মজার বিষয় হল তিনি ৪ তারিখ জন্ম হয় ৪টের সময় ৪বার তিনি বিয়ে করেন।কিশোর কুমারের দুটি সন্তান অমিত কুমার ও সুমিত কুমার। তিনি বিভিন্ন ভাষায় গান করেছেন বাংলা, কননর, মালয়ালম, মারাঠি, হিন্দি, উরিয়া, অসমিয়া ও আরো অনেক ভাষায়। কিশোর কুমার গাঙ্গুলী বিভিন্ন কমেডি ছবিতে অভিনয় করেছেন। তিনি বিভিন্ন পুরুসকারে ভূষিত হয়েছে ভারতীয় সঙ্গীত জগতের একজন মহান শিল্পী কিশোর কুমার গাঙ্গুলী।