আবদুর রাজ্জাক
বিশিষ্ট শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবি। ১৯১৪ সালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার পারাগ্রামে জন্মগ্রহণ করেন তিনি।১৯৭৫ সালে বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করে। তাঁর জ্ঞানের পরিধি বিস্তৃত ছিল বিশেষত প্রাচ্যতত্ত্ব, ইতিহাস ও রাজনীতিতে। তিনি শিক্ষকদের শিক্ষক হিসেবে অভিহিত হতেন। তাঁর অনুগামিনীদের মধ্যে শুধু বুদ্ধিজীবী নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনেক রাজনৈতিক নেতাও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছিলেন দীর্ঘকাল। অত্যন্ত প্রভাববিস্তারকারী এই শিক্ষাবিদ ১৯৯৯ সালের ২৮ নভেম্বর মৃত্যুবরণ করেন।