বাংলাদেশে অনেকে @steemit সম্পর্কে শুনেছে ।এবং নতুন @steemit অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু বুঝতে পারছেন না কি ভাবে আপনি ইনকাম করবেন । সুধু তাদের জন্য কিছু আলোচনা করবো।
আমাদের বাংলাদেশে প্রতিদিন অনেক অ্যাকাউন্ট খুলছে এবং এই @steemit সম্পর্কে বিশ্বের সকল দেশ জানতে পেরেছে । এবং আগামী ২০২১ সালের ভিতরে এটি সব থেকে বড় bitcoin platform হবে আশা করি।
আমাদের @steemit পোস্ট প্রমোট করার জন্য অনেকে আছে । এবং এটি steem bot tracker এর মাধ্যমে @upvote প্রদান করে থাকে । @bitbot পরিচালনা করে থাকেন @yabapmatt .
এইবার আসুন @bitbot নিয়া কিছু তথ্য ।
@Booster এর কিছু তথ্য
@Booster স্টিমিটে সর্ব প্রথম ভোট প্রদান কারি । @Booster adition ভোট দিয়া থাকে। @Booster একটি টিম নিয়ন্ত্রণ করে থাকে । এবং @Booster এর সাথে যোগাযোগ করতে হলে Discord যোগাযোগ করতে পারেন ।
@postpromoter
এই @bitbot এ সব থেকে বেশি steempower @postpromoter এবং এটি @themarkymark পরিচালনা করে থাকে। তিনি এই @bitbot এর মাধ্যমে ভোট প্রদান করে থাকে । তিনি সর্ব নিম্ন 5sbd/steem এবং সর্বচ্ছ 100sbd/steem পরিমান ভোট দিয়া থাকে। @postpromoter সাথে যোগাযোগ করার জন্য Steem Chat করতে পারেন ।
@appreciator নিয়া তথ্য
@appreciator steempower এর দিক থেকে ২য়। এটি @bluemist দ্বারা পরিচালিত। @appreciator সর্ব নিম্ন 5sbd পরিমান ভোট দিয়া থাকে । এর সর্ব উচ্ছ কোন লিমিট দেওয়া নাই।
আমার সাথে যোগাযোগ করতে চাইলে Discord যোগাযোগ করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ