হে বন্ধু স্বজন-
তোমাকে সঁপে দিলাম জীবন-যৌবন,
জাত-কোলমান তোমায় করলাম অর্পণ-
তবু জানিনা পাবো কি না তোমার মন।
হে অাপনজন-
অামি তো জানি তুমি চির অাপন,
তাই তোমাকে নিয়ে দেখি সুখের স্বপন-
তবু জানিনা হবে কি না মধুর মিলন।
হে প্রিয়জন -
তোমাকে ঘীরে অামার সকল অায়াজন,
জীবন সাজাতে তাই তোমাকে প্রয়োজন-
তুমি কি বুঝনা বন্ধু অামার মন?
হে নির্ধনী'র ধন-
তুমিতো অামার মানিক-রতন,
নিশিদিন তোমাকে অামি করি স্বরণ-
তুমি অাছো বলে এত রঙ্গিন এ ভূবণ।
হে ধ্যানের মূল-
নিরাশার অাশা তুমি ভবদরিয়ার কূল,
জীবন চলার পথে আমারও আছে অনেক ভুল-
তুমি চাইলে সকল ভুল হয়ে যাবে ফুল।
হে পরম বন্ধু-
এ বন্ধন কি শুধু ক্ষণিকের তরে?
অামায় কি যাবে ভুলে ক্ষণিক পরে?
তুমি থেকো অন্তরে জন্মজন্মান্তরে।
হে অাঁধারে আলো-
জনম অামার ধন্য হবে বাসো যদি ভালো,
তোমার প্রেমের আলো হৃদয়ে জ্বালো-
দুর হয়ে যাক জীবনের সকল কালো।
হে নয়নমণি -
দুই নয়নের অালো একদিন হারিয়ে যাবে জানি,
সাঙ্গ হবে জীবনলীলা বন্ধ হবে বাণী-
তোমার অালোয় সেদিন যেন অালোকিত হই আমি।
১৪.১০.২০১৭খ্রিঃ