একদিকে ব্যাংকের টাকা লুটপাট হয়ে শেষ হয়ে যাচ্ছে অপরদিকে ক্রিপ্টো কারেন্সী, বিটকয়েন ফিয়াট কারেন্সীর(ডলার, টাকা, পাউন্ড ইত্যাদি) স্থান দখল করে নিচ্ছে। আমরা চাইলেও ব্যাংকগুলোর লুটপাট বন্ধ করতে পারব না।
তবে বিটকয়েন, ক্রিপ্টো কারেন্সীতে ইনভেস্ট করতে পারি আমরা। এতে করে হয়তো বড় বিপদ থেকে বেঁচে যাব, ইনশাআল্লাহ।
তথ্যসূত্র:
https://www.facebook.com/riponblp/posts/10214388758184965