পার্ট-৫
বাড়ি এলাম।মা বলল আমার জন্য নাকি একটা সারপ্রাইজ আছে।রাতে দিবে।
অনেক দিন fb যাওয়া হয় নি ভাবলাম log in করি।কিন্তু মোবাইল নেই।কই গেল?খুজছি এমন সময় তূর্য এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলো।আমার অনেক রাগ হলো আমি ধাক্কা দিয়ে সরিয়ে একটা চড় দিলাম।
-সমস্যা কি আপনার?বিয়ে করেছেন বলে যখন যা খুশি করবেন?
তূর্য কিছু বলল না।চুপ করে চলে গেল বারান্দায়।আমিও চলে গেলাম ছাদে।সন্ধ্যায় রুমে আসলাম।মনটা ভাল না।আকাশ গুড়ুম গুড়ুম করছে।মনে হয় বৃষ্টি হবে।ভিজতে ইচ্ছে হচ্ছে অনেক।আবার ছাদে গেলাম ভিজতে।দেখি তূর্যও এখানে।আমি কিছু না বলে চলে এলাম রুমে।রাত ৯টায় মা এসে বলল তূর্য কোথায়।বললাম ছাদে আছে।
মা চলে গেল।হঠাৎ মনে হলো কেমন ছেলে ওনি।আমাকে কেন বিয়ে করলো?ঠিক করলাম আজ জিজ্ঞাসা করবো।পরে ভাবলাম চড়ের জন্য রাগ করলো না তো।এসব ভাবছি এমন সময় কাজের মেয়েটা এসে বলল মা ডাকছে।
-মা ডেকেছেন?
তাকিয়ে দেখি তূর্যও এখানে।
-আয় মা আয়।তোর জন্য যে সারপ্রাইজ আছে।আগামী সপ্তাহে তোরা ইটালি যাবি।
মায়ের কথা শুনে আমি শকড।তূর্যও চুপ করে আছে।
-এখন যাও তোমরা রুমে।আমার কিছু কাজ আছে।
আমি আর তূর্য রুমে এলাম।ও কিছুই বলল না।বারান্দায় গিয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে।এখন কেন যেন আমার খারাপ লাগলো।গুরুত্ব দিলাম সেই বিষয়ে। fb তে লগ ইন করলাম।খুটিনাটি দেখলাম।হঠাৎ একজনের ID তে চোখ পরলো।অনেক দিন পর তাকে দেখলাম।profile গেলাম।দেখি got married।বুকের ভিতরটা কেমন করে উঠলো।চোখ থেকে পানি ঘড়িয়ে পড়ছে।মেসেজ করলাম।
-hi
-...
-ki holo ans diben na?
-aaree tmi??kmn acho tmi??
-sry ai ques ans dibo na apnk.
-ok ur wish..
-ta bie korln kobe?
-ai to kisu din age..
-deshe na bahire??
-desheI ase bie korlm..
-oh..bie er pic den..dekhi apnr bow k..
-oh noo...asole pic tula hoi ni..r ha amr bow ta onk cute akta bow..accha jai akhn..bye.....
কষ্ট লাগছে অনেক।লগ আউট হলাম।কান্না করছি শব্দ শুনে তূর্য এলো।
-কি হয়েছে?
-......
-না বললে জানবো কি করে?
-....
-ওকে কাদঁ।আর শুনো আমরা কাল শপিংয়ে যাবো।
কেন কান্না করছি আমি নিজেকেই জিজ্ঞেস করছি।আমি নিজেই তো চাই নি কখনো চাই নি বিয়ে বা রিলেশনে জড়াতে।তাহলে এখন কাদছি কেন?
(চলবে)