৬ দিন পরে আজ স্টিমিটে আবার লিখতে বসলাম। আমার অনেক প্রিয় লেপটপটি হঠাৎ নষ্ট হয়ে যাওয়ায় সব কাজ অফ হয়ে যায়। অনেক কষ্টে নতুন পিচি রেডি করেছি। আবার নিয়মিত কাজ করবো ইনশাল্লাহ !
আজকের টপিকটি নতুনদের জন্য অনেক পজিটিব ব্যাপার । আমি ২৫ দিন আগে আমার ফ্রেন্ড মাহফুজকে স্টিমিট এর কথা জানাই। ও আমার ওয়েবসাইট এর জন্য কনটেন্ট ট্রান্সলেটর হিসেবে কাজ করে। আমি ইংরেজিতে একটু দুর্বল হওয়ার ওকে দিয়েই আমার সব কনটেন্ট গুলো ইংরেজিতে ট্রান্সলেট করি।
মাহফুজ ইংরেজিটা খুব ভাল ভাবেই বুঝে। তাই সে যে কোন আর্টিকেল পড়েই বুঝতে পারে এবং ঐ আর্টিকেল রিলেটেড কমেন্ট করে। এভাবে সে প্রতিদিন শুধু কমেন্ট করে যাচ্ছে। ওর কমেন্ট গুলো সত্যিই অনেক ভাল। আর্টিকেলের রাইটাররা সব সময় ভাল কমেন্ট পেতে চায় এটাই স্বাভাবিক। স্পাম কমেন্ট কেউই পছন্দ করেনা।
[image source - Screen Short ]
কমেন্ট করে কেউ এত তাড়াতাড়ি রেপুটেশন এত ভাল পজিশনে নিয়ে আসতে পারে সেটা মাহফুজ কে দেখেই বিশ্বাস করলাম। ও কিন্তু এখানে কোন ইনবেস্ট ও করেনি। শুধু মাত্র কমেন্ট করেই ২০ দিনের মধ্যে রেপুটেশন ৪৩ তে এখন।
এই ধরনের কাজ দেখলে সত্যিই ভাল লাগে। নতুন যারা বাংলাদেশ থেকে স্টিমিটে ভাল কিছু করার উপলক্ষে কাজ করছেন, আপনারা প্রথমেই ইনবেস্ট এর পথে না হেঁটে পরিশ্রম এর পথে হাঁটুন। দেখবেন সফলতা আসবেই। আপনি যদি মোটামুটি ইংরেজিটা বুঝেন তাহলে কমেন্ট করেও ভাল কিছু করা সম্ভব সেটা আমি এই আর্টিকেলেই দেখালাম।
বন্ধু মাহফুজ তোকে অভিনন্দন !! এগিয়ে যা এভাবেই। আমি বিশ্বাস করি স্টিমিটে তোর জন্য অনেক পজিটিব কিছু সামনে আসছে।
মাহফুজ এর প্রোফাইল এখান থেকে দেখে আসতে পারেন। একটাও পোস্ট সে এখনো করেনি। ১০০০ এর মত কমেন্ট সে করেছে ২০ দিনেই।
আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামি বাংলা ব্লগে! আমাকে ফলো করুন এখান থেকে।
ধন্যবাদ সবাইকে !!