লিখেছেঃ আপনাকে জন্মদিনের উপহার টা হল আমার ফ্রেন্ডশিপ, এখন আপনি খুশি তো??
আমার তো মেসেজ দেখেই খুশির ঈদ নেমে এলো, তারাতারি তাকে যত ভাবে খুশি হওয়া টা প্রকাশ করা যায় তাই করলাম, তার পর সেই রাতে ঘুমালাম না, ভাবলাম আবার কখন সে facebook এ আসবে, যদি আবার এসে আমাকে মেসেজ করে, তো আমি তো তাকে মিস করে ফেলবো, ভোর ৫টা পর্যন্ত অপেক্ষা করে ঘুমাতে গেলাম, আর ৯টায় ই ঘুম থেকে উঠে মন ভালোলাগছিল না তাই ফেস বুকে এলাম, আর এসেই তার মেসেজ পেয়ে মনটা খুশিতে নাচতে শুরু করলো, আর ১৬ডিসেম্বর আমার জন্ম দিন এর সারাদিন টা কাটলো তার সাথে ফেসবুকে Chat করতে করতে, যদি সে না থাকতো হয়তো, এবারের জন্মদিন টা আমার একদম ই ভালোকাটতো না, আজ সারা দিন ও তার সাথে মেসেজে মেসেজে কেটেছে, আজ সকাল থেকে নাস্তা খাওয়া, দুপুরে খাওয়ার কথাও ভুলে গেছি আর সবচে বড় ব্যাপার আজ গোসলে যাওয়ার ও ইচ্ছে করেনি তাকে একা রেখে, পরে শেষে সন্ধ্যায় সে একটু ফ্রেশ হবে আর মোবাইল টা Charge করবে বলে চলে গেলো, আর আমি এই মহা ঠাণ্ডার মাঝে তাড়াতাড়ি করে গোসল করে এলাম, জানিনা এটা কেমন ভালোবালাগা??? এটা কি শুধু ভালোলাগা নাকি একটা শুরু না হওয়া ভালবাসার গল্প??? (এটা ওকে Plzzz কেউ বলবেন না যেন? তাহলে কিন্তু ভীষণ বকা দিবে, ও আর আমি ওকে পাগলি বলে ডাকি...)...