তুই মন খারাপ করে থাকলে-
বল, হাসবেটা কে?
পাশ থেকে এভাবে চলে গেলে-
সাথে রইবেটা কে?
কথা না বলে চুপ থাকলে-
ভয় হয় আমার,
আপন বলবেটা কে?
ভালো থাকার তুইই কারণ,
তুই ছাড়া বাকিসব অকারণ,
সব অজড়, নিথর...
বল না একবার আমি কি হই তোর।
আয় লড়ি আবার,
একই খেলনা নিয়ে-
তোকে জিতিয়ে দিয়ে,
মেনে নেবো হার।
আয় আবার করি,
দুষ্টুমীগুলো সেই-
পালিয়ে যাস তুই,
রয়ে যাবো আমি,
পিঠ পেতে নেবো-
সাজা-শাসনের ছড়ি।
রাজী বকা খেতে শতবার-
আমি, আমি যে সুধুই তোর।
এই যে খুশির ঝিলিক চারপাশে,
আমিও নাচছি হেসে হেসে...
পুরনো সম্পর্কগুলো হারায় কি কখনও,
চলার পথে নতুন কেউ এলেও!
তোর মতো হবে কি আর কেউ!
যাচ্ছি,দুরে আর পাইবিনা মরে
এই লোকালয় এর ভীরে!
্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্
source