হেলমেট কেচ লেখার সময় বলেছিল ৩০০ টাকা লাগবে।
আজ কেচ ছারানোর সময় রবিউল নামের পুলিশ ৫০০ টাকা চাইলো।
আমি বললাম আমাকে ৩০০ টাকার কথা বলা হয়েছিল।এটা শুনে সে বলল ১০০০ টাকা দাও।
আমি অবাক হয়ে দাড়িয়ে রইলাম।পরে অনেক কথা বলে ৫০০ টাকা দিয়ে কাগজ আনলাম।
এরা-ই তো বাংলাদেশের আসল পুলিশ তাই না?? এর পর আবার সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নিল।
স্বাক্ষর না করলে কাগজ দিত না।সে ক্ষেত্রে আমি কি করতাম??