ওয়েব ডেস্ক: ভারত ও পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে বিভিন্ন সময়ে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করা নিয়ে বিতর্ক হয়েছে। লন্ডনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হারের পর ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন প্রাক্তন পাক উইকেটরক্ষক রশিদ লতিফ। এনিয়ে কম জলঘোলা হয়নি।
এবার ধোনি সম্পর্কে মন্তব্য করলেন পাক ক্রিকেটার শোয়েব মালিক। শুনতে অন্যরকম লাগলেও মাহির প্রশংসাই করেছেন শোয়েব। ফ্যানদের সঙ্গে ট্যুইটারে কথা বলছিলেন শোয়েব। তাঁর এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, ধোনি সম্পর্কে আপনার মত কী। উত্তরে শোয়েব লিখেছেন মাহি হলেন Legend GOAT(Greatest of All Time)। অর্থাৎ সর্বকালের সেরা। শেয়েবের ওই মন্তব্যের প্রশংসা করেছেন ভারত ও পাকিস্তানের ক্রিকেট ভক্তরা।