নারকেল গাছে আগের মতো আর নারকেল ধরে না। কারণ হলো মোবাইল টাওয়ার এর কারণে আমাদের দেশের নারকেল উৎপাদ কমে গেছে। এবং নারকেলে ঠিক মতো পানিও থাকে না।
আবার ৩ ভাগের ২ ভাগ উৎপাদন কমে গেছে।
আমাদের দেশে নারকেলের অনেক ব্যবহার রইয়াছে। বিশেষ করে নারকেলের তেল ছাড়াতো মহিলারা চলতেই পারে না।
আবার নারকেল দিয়া নানান রকমের পিঠা তৈরি করা হয়। নারকেল ছাড়া যেন পিঠা হয় না।
আবার নারকেল গাছ সৌন্দর্য বর্ধনে অনেক ব্যবহার করা হয়। নারকেল গাছ প্রাকৃতিক দূর্যগ থেকে আমাদেরকে অনেক রক্ষা করে থাকে।
সবাইকে অনেক ধন্যবাদ।