কম্পিউটার এর মধ্যে অনেক সেনসেটিভ যন্ত্রাংশ আসে যেগুলো মরিচা, অত্যধিক তাপমাত্রা এর কারণে ভালো ভাবে কাজ করতে পারেনা বা একেবারেই কাজ বন্ধ করে দেয়। কম্পিউটার পরিষ্কার রাখলে আপনার কম্পিউটার থেকে ভালো পারফরমেন্স পাবেন। যেমন CPU যদি অত্যধিক গরম হয় তবে তার পারফরমেন্স কমে যায়। এজন্য আপনার পিসি স্লো কাজ করে। সিপিইউ ঠান্ডা রাখার জন্য আপনার পিসি এর সিপিইউ ফ্যান কে পরিষ্কার রাখতে হবে।
কিভাবে পরিষ্কার করবেন?
সব যন্ত্রাংশ খুলে পরিস্কার করবেন। খুলার আগে অবশ্যই কত গুলো ফটো নিবেন সকল পার্টস পজিশন ও connection cable point গুলোর। ডেলিকেট পার্টস গুলো নরম ব্রাশ অথবা উইন্ড ব্লোয়ার দিয়ে ধুলো পরিষ্কার করবেন। সিপিইউ আর জিপিউ ফ্যান খুলে পরিষ্কার করতে চাইলে অবশ্যই থার্মাল পেস্ট ব্যবহার করবেন। আর সকল পার্টস সেট করার আগে একবার দেখে নিবেন যাতে ব্রাশ এর কোনো প্লাস্টিক, লোম, চুল যাতে কোনো পার্টস এ না থাকে।
ধন্যবাদ।