জাপানে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলায় প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে সরকার আরও সাতটি জেলায় জরুরি অবস্থা সম্প্রসারিত করার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা আজ বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। বিদেশিদের জাপান প্রবেশের ওপরও নতুন কড়াকড়ি জাপান সরকার আরোপ করেছে। আজ থেকে কোনো বিদেশি নাগরিককেই জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এর আগে চলতি মাসের সাত তারিখে সরকার টোকিও ও পার্শ্ববর্তী তিনটি জেলায় দ্বিতীয় দফায় সীমিত আকারে জরুরি অবস্থা ঘোষণা করেছিল। সুগা তখন বলেছিলেন, তিনি মনে করেন না ওসাকা, কিওতো ও কোবের মতো জনবহুল শহর থাকা জাপানের পশ্চিমাঞ্চলে জরুরি অবস্থা জারির কোনো প্রয়োজন আছে। তবে গত এক সপ্তাহে দেশজুড়ে করোনা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকা অবস্থায় আগের সেই অবস্থান থেকে এখন তাঁকে সরে আসতে হয়েছে। জাপানের মোট সংক্রমণের হিসাব এখন ৩ লাখ ছাড়িয়ে গেছে।