আমরা প্রতিনিয়ত যেসব খাবারগুলি খাচ্ছি এবং সেই খাবার আমরা বিভিন্ন জায়গা থেকে খেয়ে থাকি।আর এইসব খাবারগুলি কিন্তু বিভিন্ন প্রকার মশলা দিয়ে সুস্বাদু করা হয়। এইসব মশলাগুলির মধ্যে জিরা খুব প্রয়োজনীয় একটি মশলা। কারন জিরা রান্নাকে সুগন্ধি ও সুস্বাদু করে। এছাড়াও জিরা মানুষের শরীরের জন্য খুব উপকারী একটি মশলা বিশেষ করে। জিরা মানুষের শরীরের ওজন কমাতে সাহায্য।