সবাই কেমন আছেন? বাং লি অনেকে আমাকে জিজ্ঞেস করে ডাইনামিকস্টিম কিউরেশন ট্রায়ালে কিভাবে যোগ দিব । এই পোষ্ট আশা করি তাদেরকে সাহায্য করবে।
আপনি যদি তাদের কিউরেশন ট্রায়ালে যোগ দিতে চান তাহলে আপনাকে প্রথমে SteemAuto তে গিয়ে লগইন করতে হবে। নিন্মে স্কিনশর্ট দেওয়া হল @dynamicasteemians এর পক্ষ থেকে।
এর পর আপনাকে স্টিম কানেক্টএর সাহায্যে লগইন করে নিতে হবে। স্টিম কানেক্ট হল সবচেয়ে সিকিউরড।
কন্টিনিউতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইনইন করে নিবেন। (বর্তমানে স্টিম কানেক্টের মত অনেক সাইট আছে যারা ফিশিং করে তাই সাবধান)
সাইনইন শেষ হলে আপনি পৌঁছে যাবেন ড্যাশবোর্ডে।এই বার শুরু হবে আসল কাজ।
ছবির মত কিরেশন ট্রায়ালে ক্লিক করুন। আপনি একটা সার্চ বক্স পাবেন।ওই বাক্সে dynamicsteemians লিখে সার্চ দিবেন।
সার্চ করে ফলো করবেন।নিচের ছবির মত।
ফলো করার পর সেটিং মেনু আসবে।নিচের ছবির মত।
আপনার ভোট ভেলু যদি ০.০০১ হয় এবং স্টিম পাওয়ার যদি ৫০ এর কম হয় তাহলে টাইম সেট করুন ০ মিনিটে। আর যদি আপনার স্টিম পাওয়ার ৫০ এর উপরে হয় তাহলে ১মিনিটে সেট করা ভালো।
আপনার ভোট ভেলু ০.০১০ বা তার বেশি হলে ভোটিং ওয়েট ৫০% দিলে ভালো হয়।
নিম্নে সেটিং গুলো দেখানো হল।
যাদের ভোটিং ভেলু ০.০০১ তাদের জন্য
যাদের ভোট ভেলু ০.০১০ এর বেশি বা ৫০ এসপিএর উপরে।
এবার সেটিং সেইভ করুন আর যদি সব ঠিক ঠাক মত হলে সেট করার পরের দিন থেকে ভোট পাবেন। @dig থেকে।
এখানে আপনার ইচ্ছা অনুযায়ী একটা % দিবেন মনে রাখবেন আপনার ভোটিং পাওয়ার যদি সেট করা % এর নিচে নামে তাহলে স্টিমঅটো ভোট দিবে না। এইটা আপনার আইডির সুরক্ষার জন্য প্রয়োজনীয়।
সব শেষ সেটিং সেইভ করতে ভুলবেন না। আর কোনো সমস্য হলে আমাকে জানাতে পারেন @steemtuner এর ডিসর্কড সার্ভারে। এছাড়াও কমেন্ট করতে পারেন।
Posted from my blog with SteemPress : https://tdasblog.000webhostapp.com/dynamicsteemians-curation%e0%a6%a1%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89%e0%a6%b0/