আমাদের এই অতিব সুন্দর বিশ্ব মাঝে অসংখ্য ফলের গাছ আছে যা আমাদের খাবার উপযোগী এবং এইসব ফলের মধ্যে অনেক ফল আমাদের কাছে অজানা অচেনা। এবং এমন এমন কিছু ফল প্রকৃতি আমাদেরকে দান করেছে যা আমরা ভক্তি ভাবে আমরা খেয়ে থাকি। যেমন আতাফল এই ফলটি ভারত ও বাংলাদেশে প্রচুর পরিমাণে জন্মায় কিন্তু ভারত ও বাংলাদেশে আতাফলের কোনো চাষ আবাদ করা হয়না।তার কারণ আতাফল বীজ থেকে এমনিতেই জন্মায়। এই গাছটি খুব একটা বড় হয়না। আতাফল বিভিন্ন রকম হয়। এই ফলটি পাকা খেতে খুব সুস্বাদু। কারণ আতাফল পাকা ভাঙলে ভেতরে কোষ থাকে আর এই কোষ থেকে খেতে খুব মিষ্টি সুস্বাদু লাগে। এছাড়াও আতাফলে খেলে শরীরের কিছু উপকার করে। আতাফল হজম শক্তি বাড়াতে সাহায্য করে।