স্টিম বন্ধুরা, সবাই কেমন আছেন। আশা করি, সবাই ভাল আছেন। কামনাও করি তাই। বন্ধুরা, ব্যস্ততার কারণে বেশ কয়েকদিন স্টিমে আসতে পারিনি। আর বন্ধুরা আমি স্টিমে নবাগতই বলা চলে, বেশী হয়নি।
বন্ধুরা, আমি স্টিমে নবাগত হিসেবে সর্বদাই আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি একটি বিষয়ে সবিনয়ে জানতে চাই- পুরাতন বা অভিজ্ঞ বন্ধুরা আশা করি আমাকে সাহায্য করবেন। তা হলো-
১) প্রথম দিকে আমার স্টিমের আর্নিংস steem এ 50% ও steem power এ 50% যোগ হতো। কিন্তু গত কয়েকদিন ধরে আমার স্টিম আর্নিংস steem এ যোগ না হয়ে steem power এ 50% ও SBD তে 50% যোগ হয়ে আসছে। আমি এখানে আমার একাউন্টের একটি স্ক্রিণ সুট ইমেজ আকারে পোস্ট করলাম। এ বিষয়ে সকল বন্ধুদের পরামর্শ কাম্য। সবার সুস্বাস্থ্য কামনা করছি।