আয়শার দ্বীতিয় স্বামি রিফাত শরিফ। যাকে খুন করা হয়েছে।
source
আয়শার প্রথম স্বামি নয়ন ফরাজি, যিনি বর্তমান একজন খুনি হিসেবে পরিচিত।
বন্দুরা সবাই কেমন আছেন আশাকরি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশ রবিশালের বরগুনা এলাকায় রিফাত নামের এক ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন। রিফাতের বউয়ের নাম আয়শা আক্তার মিন্নি। রিফাত এবং তার বউ রাস্তা থেকে বাড়িতে ফেরার পথে রিফাতকে পথ আটকে দাড়ায়, যারা পথ আটকে দ্বারা তাদের হাতে দা-অস্র থাকে, সেই সময় রিফাতকে কুপানো শুরু করে দু - তিনজন লোকে, তখন রিফাতের বউ খুনিদের সাথে টানা হিছরা করে কিন্তু তাদের আর আটকাতে পারলো না, শেষ পর্যন্ত রিফাতকে খুন হতে হয়। আয়শা আক্তার মিন্নি এর রিফাতের সাথে দ্বীতিয় বিবাহ হয় বিবাহের বয়স ২ মাস। আয়শা আক্তার এর প্রথম স্বামী নয়ন ফরাজী, তিনি আয়শাকে প্রেম করে বিবাহ করে কিছুদিন সংসার করার পরে তাকে ছেড়ে চলে যায় এবং রিফাতকে বিবাহ করে, তখন নয়ন ফরাজি তিনি তার বন্ধুদের নিয়ে রিফাতকে কুপিয়ে হত্যা করে থাকে।
রিফাতের খুনের ভিডিও নিচে দেওয়া হলো।
আপনাদের কিছু বলার থাকলে মন্তব্য স্থানে আমাকে জানাতে পারেন।