عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍ رضي الله عَنْهُمَا قَالَ : تَخَلَفَ النّبي صلي الله عليه وسلم عَنّا في سَفَرَةٍ سَافَر نَاهَا فَأَدْرَ كَنَا وَقَد أرَهقنَا الْعَصْرَ ، فَجَعَلْنَا نَتَوضأ ، وَ نمسح على أرجُلِنَا ، فَنَادى بأعلى صوته . ( ( ويل للأَعْقَابِ مِنَ النَّارِ ) مَرَتَيْنِ أو ثلاثا . رواه البخاري
- আবদুল্লাহ ইবনে আমর রা . থেকে বর্ণিত , তিনি বলেন আমাদের এক সফরে নবী সা . আমাদের থেকে পিছনে পড়ে গেলেন । অতঃপর তিনি আমাদের সঙ্গে মিলিত হলেন এমতাবস্থায় যে , আমরা আসরের নামাজ পড়তে দেরী করে ফেলেছি । আমরা উযু করতে লাগলাম এবং ( তাড়াড়াড়ি করতে গিয়ে ) আমরা আমাদের পা মাসেহ শুরু করলাম । এসময় তিনি উচ্চস্বরে দু ' বার কিংবা তিনবার ( আমাদেরকে লক্ষ্য করে ) বললেন , গােড়ালীগুলাে জাহান্নামের আগুনে ধ্বংস হবে । বুখারী ( ইলম - ৬০ , ৯৬ / উযু - ১৬৩ ) ।
- আব্দুল্লাহ ইবনে আমর রা . থেকে বর্ণিত , তিনি বলেন , আমরা রাসূল সা . এর সাথে মক্কা থেকে মদীনার উদ্দেশ্যে সফর করলাম । পতিমধ্যে তিনি মক্কা ও মদীনার মধ্যবর্তী একটি পানির স্থানে উপনীত হলেন । তখন আসরের সময় হয়ে গেলাে । কিছু লােক আমাদের থেকে অগ্রগামী হয়ে গিয়েছিল । আমরা তাদের কাছে পৌছলাম এমতাবস্থায় যে , তারা উযু করছিলাে । অথচ , তাদের গােড়ালীগুলাে চকচক করছিলাে , পানি সেগুলােকে স্পর্শ করেনি । তখন নবী সা . বললেন , গােড়ালীগুলাে জাহান্নামের আগুনে ধ্বংস হবে । তােমরা যথাযথভাবে উযু সম্পন্ন করাে । তাহাবী - ( ১ / ৩৯ ) ।
- জাবির রা . থেকে বর্ণিত , তিনি বলেন : নবী সা . এক ব্যক্তির পায়ে ঔজ্জল্য দেখলেন , যা সে ধৌত করেনি । তখন তিনি বললেন , গােড়ালীগুলাে জাহান্নামের আগুনে ধ্বংস হবে । – তাহাবী ( ১ / ৩৮ ) ।
- আবদুল মালিক থেকে বর্ণিত , তিনি বলেন , আমি আতাকে বললাম , রাসূল সা . এর কোনাে সাহাবী থেকে তােমার কাছে কি এ সংবাদ পৌছেছে যে , নবী সা . উভয় পা মাসেহ করেছেন ? তিনি বললেন , না । । তাহাবী ( ১ / ৪১ ) । আলখায়রুল জারী গ্রন্থে অনুরূপ রয়েছে ।
- আইনী গ্রন্থে আছে , সাঈদ ইবনে মানসুর আবদুর রহমান ইবনে আবি লায়লা থেকে বর্ণনা করেন , তিনি বলেন , রাসূল সা . এর সাহাবীগণ উভয় পা ধৌত করার উপর একমত পােষণ করেছেন । ( উমদাতুলকারী - ৩ / ২১ )