হারামজাদারে কইছি আমি মটরে লাগে ভয়,
হালায় কয় আধুনিক মাইয়া এইসব কি কয়?
লজ্জার ভয়ে বসলাম তাই হুন্ডার পিছে গিয়া,
চাইপ্পা ধরালাম পিঠের উপর ডান হাত খান দিয়া।
বার বার কইছি আস্তে চালাও ডর লাগতাছে ভিষন,
আমার কথা হুইন্না হেতের আসতাছে নাকি হাসন!
হালায় কয় হুন্ডায় নাকি PHD সে নিছে, ( নিয়েছে)
হুন্ডা দিয়াই হেলিক্টার করতে পারে পিছে!
সামনে দিয়া রাস্তা চিপা বার বার কইতাছি আমি,
আস্তে চালাও হুন্ডা তোমার নাইলে যামু নামি।
মেজাজ খারাপ কইরা হেতে কইলো আমায় জোরে,
তুমি মনু আজ আবধি চিনিতে পাইল্লেনা মোরে।
আমি হইলাম হুন্ডার অস্তাদ, সব চলকের থেইক্কা,
এমন সময় হুন্ডা গেল রিকশার ভেতর ডুইক্কা।
হাতে চামড়া উইঠঠা গেল, পায়ের গেল নখ,
হেতের দিকে তাকাইয়া আমি বড় বড় কইরা চোখ!
#_______ভাবুককবিসোমা