বন্ধুরা সবাই কেমন আছেন,
আজ আমি আমার এলাকার নবনির্বাচিত সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে কথা বলবো,
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
গত রবিবার ৩০\১২\২০১৮ তারিখে আমার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।সেই নির্বাচনে বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ বিশাল জয় অর্জন করেছে।আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক\মার্কা হচ্ছে নৌকা।আর এই সংসদ নির্বাচনে আমার এলাকাতেও আওয়ামী লীগের প্রার্থী মোঃ ছানোয়ার হোসেন বিপূল ভোটে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছে।আমার এলাকা টাংগাইল সদর ৫ নং আসন।আর এই নির্বাচনে আমার এলাকার প্রার্থী মোঃ ছানোয়ার হোসেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গতকাল সোমবার ৩১\১২\২০১৮ তারিখে নবনির্বাচিত সংসদ সদস্য ছানোয়ার হোসেনের জন্য এক বিশাল গণ সংবর্ধনার আয়োজন করা হয়।
সেই সংবর্ধনা অনুষ্ঠানে আমি আমার এক বড় ভাইয়ের সাথে অতিথী হয়ে গিয়েছিলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে অনেক মানুষের আগমন ঘটে,বিশাল এক আয়োজন।বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে এসেছিল।নবনির্বাচিত সংসদ সদস্য সানোয়ার হোসেন কে ফুল দিয়ে বরণ করে নিয়েছে সবাই।সে এক বিশাল আয়োজন।আমি অনেকটা সময় এখানে ছিলাম।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমার এলাকার প্রার্থী ছানোয়ার হোসেন খুবই খুশি ছিল।খুশিতে তার চোখ-মুখ উজ্জ্বল হয়েছিল।স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছিল পুরো পরিবেশ।সবাই অনেক খুশি হয়েছে,সবাইকে মিষ্টি খাওয়ানো হয়েছে,অনেক বিশাল এক আয়োজন ছিল।এক কথায় গণসংবর্ধনা,দূর-দূরান্ত থেকে মানুষ এসে তাকে স্বাগত জানিয়েছে,তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে আমি অনেকটা সময় ছিলাম।পুরো সময়টা আমি খুবই উপভোগ করেছি,আর এই সুন্দর সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করলাম।সেই অনুষ্ঠানের কিছু অংশ আমি ভিডিও করেছি।ভিডিও করে স্ক্রিনশট এর মাধ্যমে কিছু ছবি এখানে শেয়ার করেছি,আপনারা সবাই দেখবেন,আশা করি আপনাদের ভালো লাগবে।
লেখাটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আর আমার লেখাকে সবাই সাপোর্ট করবেন,সাপোর্ট করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার সূযোগ করে দিবেন।এবং আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন যেন আগামীতে আপনাদের সামনে আরো ভালো কিছু নিয়ে আসতে পারি।
সবাই ভালো থাকবেন,ধন্যবাদ।
@mdaminulislam ভালোবাসার সাথে...