যশোহর টাউন হল ময়দান যশোহরের একটি বিখ্যাত জায়গা।এ প্রায় সাংস্কৃতিক অনুষ্টান হয়।তেমনি আজও একটি সাংস্কৃতিক অনুষ্টান ছিল।প্রতিবারের মতো এবারও এখানে বিভিন্ন গানে নিত্ত পরিবেশন করেছেন নিত্তশিল্পিরা।নিত্তশিল্পিরা বিভিন্ন গানে নিত্ত পরিবেশন করেছেন তার ভিতরে উল্লে্খ্যো হল লোক সংগিত রবিন্দ্র সংগিত ভাটিয়ালি গান ইত্যাদি।আজকের এই অনুষ্টানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এই অনুষ্টান দেখতে।যশোহর টাউন হল ময়দান এটি আমাদের যশোর বাসির জন্য খুবই আকরসনিয় জায়গা এ প্রতি বছর বানিজ্য মেলা ও সারকাস খেলা হয়ে থাকে।