গন্ধরাজ লেবু অল্প টক হয়,এটি ভাতের সাথে খাওয়া হয়। এই লেবু গাঢ় সবুজ হয়,খোসা পিচ্ছিলজাতীয় মসৃন, এটি বাতাবীলেবুর মত বৃহদাকার। লেবুর শরবত খুবই স্বাস্থ্যসম্মত পানীয়,এতে রয়েছে প্রচুর ভিটামিন সি। ত্বক ও রুপচর্চায় লেবু ব্যবহার করা হয়, লেবুর খোসা ত্বকের কালো দাগ,বার্ধক্যের চাপ দূর করে,ওজন কমায়। গন্ধরাজ লেবু বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে পাওয়া যায়।