"অল্প" আরেক ধাপ কঠিন হোল গুগুল মামা !! 😆😜
গুগল থেকে ছবি চুরি রুখতে নয়া পদক্ষেপ সংস্থার, সরানো হল 'ভিউ ইমেজ' অপশান
গুগলের পাতা খুলেই যখন তখন কপিরাইট যুক্ত ছবি চুরি করে নেওয়া প্রবণতা অনেক ক্ষেত্রেই দেখা যায়। আর সেই ছবি চুরি রুখতে এবার একটু কড়া হল গুগল। এজন্য গুগলের ইমেজ সার্চে কিছু পরিবর্তন করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে 'ভিউ ইমেজ' অপশনটি।
বিখ্যাত ছবি পরিষেবা প্রদানকারী সংস্থা 'গেটি'ইমেজেসের ' সঙ্গে সংযুক্ত হয়েছে গুগল। ফলে নিয়ন্ত্রণ করা হয়েছে ইমেজেস ডট গুগল অপশন -কে। এখন থেকে ইউআরএল-এ গিয়ে নির্দিষ্ট কোনও ছবি খুঁজলে আলাদা করে কোনও ছবি দেখা যাবে না। দেখতে হলে যেতে হবে যে সাইটটি ওই ছবি পোস্ট করেছে তাদের পেজে গিয়ে।
এরফলে অবৈধ ভাবে গুগল থেকে ছবি নেওয়ার প্রবণতা যেমন রোখা যাবে তেমনই বিভিন্ন সাইটের সার্চ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে কা হচ্ছে। সূত্রের দাবি, কপিরাইট অপশান থেকে যাতে গুগল আরও বেশি আয় করতে পারে এই পদ্ধতিতে তারই ব্যবস্থা করা হয়েছে। এদিকে, অনেক কটি ওয়েবসাইট চায় না যে তাদের ছবি কোথাও থেকে ডাউনলোড হোক, ফলে তারাও অনেক কটি ছবি লোড করতে দিতে চায় না।
ফলে ছবির জন্য এখন থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইটের ওপর নির্ভর করতে হবে গুগলের গ্রাহকদের। পাশাপাশি ছবির কপিরাইট নিয়ে গুগল গ্রাহকদের সতর্ক করে দিয়েছে।