যারা ধুমপান করেনঃ
আমরা অনেকেই ধুমপান করে থাকি যার প্রভাব বাহ্যিকভাবে আমরা আমাদের ঠোটের উপর পড়তে দেখি। অতিরিক্ত মাত্রায় যারা ধুমপান করেন তাদের ঠোট আস্তে আস্তে কালো হয়ে যায় যা কিছুটা আপত্তিকর অনেকের কাছেই। তাই এ সমস্যা এড়াতে সামান্য কাচা দুধে একটু তুলা ভিজিয়ে ঠোটের উপর ১ মিনিট ঘষুন। এভাবে সাত দিন পর্যায়ক্রমে প্রক্রিয়াটি অবলম্বন করুন দেখবেন ঠোটের দাগ তো গেছেই সেই সাথে ঠোট অনেকটা গোলাপী বর্ণ ধারণ করছে।
যাদের কনুইতে কালো দাগ আছেঃ
যাদের কনুইতে কালো দাগ আছে তারা লেবুর খোসায় সামান্য চিনি নিয়ে কনুইয়ে ভাল করে কয়েকদিন ঘষুন দেখবেন দাগ অনেকটা দুর হয়ে গেছে।
ব্রণ এর দাগঃ
অনেকের ব্রণ হবার পর কালো দাগ চেহারায় থেকে যায়। এক কোষ রসুন তাতে ঘষে নিয়ে ভাল করে শুধু পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন দেখবেন কয়েকদিনের মাঝে দাগ অনেকটা কমে যাবে।