সকাল কেন হয়না? ঘুম'তো অনেক আগেই ভেংগে গেছে। বাট বিছানায় এখনো শুয়ে আছি৷ সকাল হতে আর কতক্ষন? দেখি কয়টা বাজে!! মোবাইল হাতে নিয়ে দেখি সকাল ১১.০০টা। এএ ভুল দেখলাম নাতো। চোখ কসলাতে কসলাতে আবার ভালো করে দেখলাম। নাহ, ঠিকই তো আছে ১১টাই তো! তাহলে অন্ধকার হয়ে আছে কেন এখনো? যাইহোক বিছানা থেকে উঠলাম ফ্রেশ হয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি কুয়াশায় অন্ধকার হয়ে আছে। কুয়াশায় পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। বুঝলাম এইজন্যই সকাল হইতেছিল না।
Why not in the morning. Sleep is broken long ago. But I'm still lying in bed How long is it to be in the morning? Let's see what time it is !! I saw the mobile in my hand at 11.00 in the morning. Didn't I see this wrong? I looked at it again with a twinkle in my eye. No, there are 11.00am! Then why is it still dark? Anyway, I got out of bed, freshened up, looked out the window and saw that it was dark in the fog. The whole sky is covered with fog. I understood that this was the reason for not being in the morning.
আজকের আকাশটা অন্যান্য দিনগুলু থেকে একটু অন্য রকম। এই কিছুদিন হলো একটু ঠান্ডা বেশিই পড়তেছে। শৈত্য প্রবাহ বইতে শুরু করছে। শৈত্য প্রবাহেরই প্রভাবই হলো আজকের দিনটা।
Today's sky is a little different from other days.
It's been a bit cold for a while now.
The cold wave is starting to book. Today is the effect of the cold.
কিছুক্ষন পর দেখি গুরি গুরি বৃষ্টি পড়তেছে। ওয়াও অনেক দিন পর বৃষ্টির ছোয়া।
একটু গেট এর কাছে গেলাম হাত দিয়ে বৃষ্টির ফোটা গুলু অনুভব করার ব্যার্থ চেষ্টা করতে লাগলাম।
কারন একটু পরই বৃষ্টির ফোটা পড়া বন্ধ হয়ে গেল।
তবে যেটুকু ফোটা পড়েছে এতে আশে পাশের গাছ গুলা ভিজেছে। মনে হচ্ছিল অনেক দিন পর গাছ গুলু গোসল করে পরিস্কার হলো।
তাদের ধুলোমাখা শরির বৃষ্টির ফোটাতে একেবারে পরিস্কার হয়ে গেল।
After a while I saw it raining heavily. Wow many days after the touch of rain.
I went to the gate and tried in vain to feel the drizzle of rain with my hands.
Because after a while the rain stopped falling.
However, as much as it has blossomed, the surrounding trees have got wet. It seemed that after many days, the tree was cleaned by taking a bath.
Their dusty bodies became absolutely clear in the pouring rain.
গতকাল একটা সাব্জেক্ট এর পরীক্ষা ছিল। মোটামুটি আলহমাদুলিল্লাহ ভাল হইছে। পরের গুলুর জন্য প্রিপারেশন চলছে৷ সবাই দোয়া করবেন।
Yesterday there was an examination of a subject. Alhamdulillah, it has gotten better. Preparations are going on for the next. Everyone will pray for me.