আসসালামু আলাইকুম। আশা করি সবাই সহিহ সালামতেই আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভাল। আপনারা অনেকেই হয়ত জানেন আমি বর্তমানে ওমানে কর্মরত আছি একটি বেসরকারী ক্লিনিকে। হাইভে লেখালেখী করা বাংলাভাষীদের জন্য হাফিজুল্লাহ ভাই (@hafizullah) একটি আলাদা কমিউনিটি (@hive-bangladesh) খুলেছেন কয়েকদিন আগে। আমি একটা লেখাও ইতিমধ্যে লিখেছি। তারই ধারাবাহিকতায় ওমানের জীবন যাত্রা নিয়ে কিছু লেখা শেয়ার করার প্রয়াসেরই আরেকটা সংযোজন আজকের এই লেখাটি। আজকে সংক্ষেপে আমি ওমানের ইন্টারনেট ব্যবস্থা এবং এটার খরচপাতি সম্পর্কে কিছুটা ধারণা দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ।

image source
ওমানে মুলত দুইটা মোবাইল অপারেটর আছে (আরও ছোটখাট কিছু আছে, কিন্তু মুল দুইটা); ওরিদু (Ooredoo) এবং ওমানটেল (Omantel)। ওমানের ইন্টারনেট প্রভাইডারদের মধ্যেও এরাই প্রথম সারিতে অবস্থিত। মোবাইল ইন্টারনেটের পাশাপাশি হোম ব্রডব্যান্ড সংযোগও এই দুই মোবাইল অপারেটরই সরবরাহ করে থাকে। ব্রডব্যান্ডের মধ্যে দুই রকম ব্যবস্থায় আছে; তার বিহীন (wireless) এবং তার সহ সংযোগ (with wire)।
ওমানের ইন্টারনেট খরচ কিছুটা বেশীই বলতে হবে। আপনাদের ধারণা পাবার জন্যে একটা উদাহরণ দেই। ১ জিবি ইন্টারনেট এর রেগুলার খরচ হচ্ছে ৩ ওমানি রিয়াল, ৩০ দিনের জন্যে। কোন অফার পেলে থাকলে কিছু কম হতে পারে। ৩ রিয়াল সমান হচ্ছে বাংলাদেশী ৩ ×২১৯=৬৫৭ টাকা। কিছু সাপ্তাহিক বা দৈনিক প্যাকেজও আছে। উপরের প্যাকেজটা মাঝে মাঝে ১.৫ জিবি ৩ রিয়ালে পাওয়া যায়। এখানে সব ইন্টারনেটই ৪জি। সুতরাং high resolution সেট ব্যবহার করলে ১ জিবি ১০ দিনও চলে না। এর চেয়ে বেশী ডাটার প্যাকেজগুলো (রেগুলার) অনেকটা এরকমঃ ৪ জিবি ৫ রিয়াল (১০৯৫ টাকা), ৬ জিবি ৭ রিয়াল (১৫৩৩ টাকা) ইত্যাদি। এগুলো সবই মাসিক প্যাকেজ।
বাসায় ল্যাপটপে ব্যবহারে জন্যে ব্রডব্যান্ড সংযোগ আছে। আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ২৫০ জিবি ২৫ রিয়াল (৫৪৭৫ টাকা), ওরিদুর। যেহেতু আমি প্রতিদিন ৯ ঘন্টা করে বাইরে থাকি তাই হোম ব্রডব্যান্ডের পাশাপাশি মোবাইল ইন্টারনেট সংযোগও রাখতে হয়। বড় পর্দার মোবাইল হওয়াই ১ জিবিতে পোষায় না, একটু বেশী ডাটার প্যাকেজ নিতে হয়। এজন্য সুযোগে থাকি কোন অফার দেয় কিনা কোন অপারেটর। বাংলাদেশের জিপির মত দিনে অনেকগুলো মেসেজ আসে মোবাইলে কিন্তু কাক্ষ্মিত অফার পাই না।
আমি বর্তমানে যে মোবাইল ইন্টারনেট ব্যবহার করছিলাম সেটা ছিল ওরিদুর ৩জিবি প্যাকেজ ৫ রিয়ালে। আজকে এটার ৩০ দিন পূর্ণ হল,মানে প্যাকেজ শেষ। গত ১০-১২ দিন থেকেই ওমানটেল থেকে একটা অফার সম্বলিত মেসেজ পাচ্ছিলাম। প্রথম দুইদিন পেলাম ৬জিবি ৬ রিয়াল। তখনো ওরিদুর প্যাকেজের ১০ দিন বাকি ছিল, তাই ওমানটেল এর প্যাকেজ নেই নাই। দুইদিন পর আরেকটা অফার ৪জিবি ৪রিয়াল! এখনও ওরিদুর প্যাকেজ আছে, সময়ও আছে। নিব নিব ভাবছি অফারটি। এরই মধ্যে কালকে আরেকটা অফার পেলাম ওমানটেল থেকে, ২ জিবি ২ রিয়াল!! আর একমুহুর্ত দেরী করি নাই। সাথে সাথেই এক্টিভেট করে ফেলেছি। ২ রিয়ালে ২ জিবি মানে হচ্ছে সোনার হরিণ! যে কয় দিন চলে!! এরপর না হয় অন্য কোন অফার খুজব।
অতি সম্প্রতি ওমানে ৫জি চালু হয়েছে। একটা সুবিধা দিচ্ছে অপারেটরগুলো। ফ্রি আপগ্রড করা যাচ্ছে ৪জি থেকে ৫জি তে। আমি আমার ব্রডব্যান্ড সংযোগটি ৫জি করে নিতে পারব চাইলে (আবেদন করাও হয়েছে)। আশা করছি, খরচ বেশী হলেও, উচ্চ স্পিডের ইন্টারনেট ব্যবহার করা যাবে কয়েকদিনের মধ্যেই।
আজ এ পর্যন্তই। ধৈর্য্য নিয়ে লেখাটি পড়ার জন্যে অনেক ধন্যবাদ। কোন কিছু জানার থাকলে বা কোন সাজেশন থাকলে কমেন্টে জানাতে পারেন।
ভাল থাকবেন সবাই ।
আবার হাজির হব অন্য কোন লেখা নিয়ে ইনশাআল্লাহ।
Until Next Time
Dr Hafiz
