সবার মনে এখন একটাই প্রশ্ন, একটাই জিজ্ঞাসা- কবে যাবে করোনা ভাইরাস? আদৌ যাবে কি??
আজ এই প্রশ্নটির মুখোমুখি হয়েছি আমি আপনাদের সামনে। আমি 'করোনাভাইরাস কবে যাবে'- এই নিয়ে আমার মতামত শেয়ার করছি আপনাদের সাথে..
করোনাভাইরাস প্রায় দেড় বছর হয়ে গেল পৃথিবীতে তার থাবা বসিয়েছে এবং অনেকগুলো প্রাণ ঝরে গেছে। তার চেয়ে বড় কথা, মানুষ যে পরিমাণ আতঙ্কিত হয়েছে- নিকট ইতিহাসে পৃথিবীর মানুষ এরকম আতঙ্কিত অন্য কোনো বিপদ হয়নি।
যখন আমরা ধারণা করছি করোনা ভাইরাসের প্রকোপ কমে এসেছে, সবাই একটু নিশ্চিন্ত হয়েছে এবং স্বাভাবিক জীবন-যাপনে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছি, ঠিক সেইসময় করোনাভাইরাস আগের চেয়েও আরো ভয়াবহ আকৃতিতে আবার ফিরে এসেছে।
তাই সবার মনেই একটাই জিজ্ঞাসা- আদৌ করোনাভাইরাস এ পৃথিবী থেকে বিদায় নিবে কি? আমরা কি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব? না কি এভাবেই চলতে থাকবে?
এ বিষয়ে আমার মতামত আমি শেয়ার করেছি আজকের ভিডিওতে। আপনিও চাইলে আপনার মতামত শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে অথবা আলাদা একটি ভিডিওতে..
▶️ 3Speak