হাই বন্ধুরা, আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম- কিভাবে আপনি ছবির সাইজ ছোট করবেন..
তবে আজকে আমি আরেকটি আরো সহজ টেকনিক নিয়ে এসেছি ছবির সাইজ ছোট করা সংক্রান্ত বিষয় নিয়ে।
আমি আগের টিউটোরিয়ালে একটা অ্যাপের ব্যবহার দেখিয়েছিলাম। তবে অনেকেই অ্যাপ ব্যবহার করতে চান না। আবার অনেকের মোবাইলে অ্যাপ ডাউনলোড করার জন্য পর্যাপ্ত জায়গা থাকে না। অনেকে বিভিন্ন অ্যাপ ব্যবহার করাটা ঝামেলা মনে করেন। তাই সকল সমস্যা সমাধানের জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ ট্রিক্স।
এই কৌশলের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার ছবির সাইজ খুব ছোট করতে পারবেন এবং তা থ্রিস্পিকের কভার পেজের জন্য ব্যবহার করতে পারবেন। এটি এতই সহজ যে, যারা মোবাইলের সাধারণ ফাংশনগুলো পারে, তারা যে কেউ এ কাজটি করতে পারবেন। এ জন্য আলাদা কোনো টেকনিক কিংবা কোন অ্যাপ-এর প্রয়োজন হবে না।
দেখুন, আমার আজকের টিউটরিয়াল ভিডিওটি। কেমন লাগছে- কমেন্ট বক্সে জানাবেন এবং পাশে থাকবেন.. ধন্যবাদ সবাইকে।
▶️ 3Speak