আজ আরেকটি আবৃত্তি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
আজ আবৃত্তি করেছি কবি আবুল হাসানের কবিতা জন্মমৃত্যু জীবনযাপন..
কবি আবুল হাসান আমার খুব প্রিয় একজন কবি। তার কবিতায় আধুনিকতা, সময় সচেতনতা ও জীবন বোধ থাকে। কবিতার ভাষা নিম্নরূপ:
মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না,
আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে, কবিদের সুধী সমাবেশে
আমার মৃত্যুর আগে বোলে যেতে চাই,
সুধীবৃন্দ ক্ষান্ত হোন, গোলাপ ফুলের মতো শান্ত হোন
কী লাভ যুদ্ধ কোরে? শত্রুতায় কী লাভ বলুন?
আধিপত্যে এত লোভ? পত্রিকা তো কেবলি আপনাদের
ক্ষয়ক্ষতি, ধ্বংস আর বিনাশের সংবাদে ভরপুর…
মানুষ চাঁদে গেল, আমি ভালোবাসা পেলুম
পৃথিবীতে তবু হানাহানি থামলো না!
পৃথিবীতে তবু আমার মতোন কেউ রাত জেগে
নুলো ভিখিরীর গান, দারিদ্রের এত অভিমান দেখলো না!
আমাদের জীবনের অর্ধেক সময় তো আমরা
সঙ্গমে আর সন্তান উৎপাদনে শেষ কোরে দিলাম,
সুধীবৃন্দ, তবু জীবনে কয়বার বলুন তো
আমরা আমাদের কাছে বোলতে পেরেছি,
ভালো আছি, খুব ভালো আছি?
(জন্মমৃত্যু জীবনযাপন / আবুল হাসান)
About Me:
My Footsteps on Virtual World:
Hive: My Blog
Dtube: My Tube
3speak: My Vlog
Twitter: My Tweet
TravelFeed: My Feed
"I am an engineer by graduation
a teacher by occupation
& a writer by passion"
I believe, Life is beautiful!
▶️ 3Speak