বিসমিল্লাহির রাহমানির রাহিম,
করুন করুনাময় অশেষ দয়াল ু আল্লাহর নামে শুরু করছি আমি মোহাম্মদ শাহিন মালয়েশিয়া থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আজ আমি জুম্মার দিনের কিছু করণীয় ও গতকাল কিভাবে জুম্মার দিন উপভোগ করেছি সে সম্পর্কে আলোকপাত করবো।
![]() |
---|
গতকাল ছিল শুক্রবার এই দিনটা মুসলিমদের জন্য খুবই স্পেশাল একটি দিন এই দিনের অনেকগুলো ইবাদত আল্লাহর কাছে সন্তুষ্ট জনক যেমন বেশি বেশি ইস্তেগফার পড়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এছাড়াও নিজের ঈমান বৃদ্ধি করার জন্য তওবা করা সবকিছু মিলে এই জুম্মার দিনকে বলা হয় সাপ্তাহিক ঈদের দিন।
যাইহোক গতকালকে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম তখন মালয়েশিয়ার সময় আনুমানিক একটা বেজে ১০-১৫ মিনিট হবে নামাজ পড়তে গেছিলাম আমার একটি বন্ধুর গাড়িতে করে আমরা তিনজন নামাজ পড়তে যাই তারপর অজু করে মসজিদের ভেতরে ঢুকে মসজিদে ইতোমধ্যেই শত শত মুসল্লি চলে এসেছে।
আমিও আমার মত করে নামাজ আদায় করে বসে পড়লাম একটি জায়গায় তারপর কিছুক্ষণ পরে আমার ছবি বলল দান বক্স দান বক্সটা একটা স্পেশাল ছিল প্লাস্টিকের ট্রাক্টর যা নিচে ছয়টি চাকা রয়েছে দেখতে বেশ চমৎকার লাগছিল চারিপাশ থেকে কন্টেনের মতো আটকানো মাঝখানে একটা ছিদ্র ছিল সেখান দিয়েই মানুষ দান করছে।
এছাড়া উপরে ব্যাংকের কি আর কেউ দেওয়া ছিল যারা ব্যাংকের মাধ্যমে দান করতে চাই তারা খুব সহজেই কেয়ার কোড ব্যবহার করে স্কিনের মধ্য দিয়ে তারা মসজিদে দান করতে পারে আমার কাছে একটু আনকমন লাগছিল এই দান বক্সে টা।
সামনে থেকে যখন পিছনে চলে যাই তখনও আমি আমাকে সামনে রেখে একটি ছবি নিয়েছি স্পষ্ট ভাবে এর আগে আমি এমন দান বক্স কখনোই দেখি নাই যাইহোক প্রতিদিনের মতো নামাজ শেষ করে তারপর আবারো বাসায় ফিরে আসি।
তো বন্ধুরা গতকাল স্পেশাল ছিল এই দান বক্সটি যাই হোক আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।