আসসালামুআলাইকুম
আমার প্রিয় বন্ধুগণকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
কলমদানি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণসমূহঃ
- একটি পুরোনো গ্লাস
- উল সুতা
- আঠা
- পুতি
- কাচি
প্রথম ধাপ
প্রথমে আমি গ্লাসটিকে নিলাম, এতে নিচের দিকে আঠা লাগিয়ে নিবো।
দ্বিতীয় ধাপ
এরপরে লাল রঙ এর উল সুতা নিয়ে নিচের দিক থেকে আঠার মধ্যে লাগিয়ে পেচিয়ে নিতে থাকলাম। শেষ প্রান্ত কেটে নিলাম।
আমি গ্লাসটির পুরো দৈর্ঘ্যকে ৩ ভাগ করে পরিমাপ নিয়েছি। কারণ এতে আমি ৩ রঙের সুতার কাজ করব।
তৃতীয় ধাপ
এরপরে মাঝের অংশে কালো রঙের সুতা লাগিয়ে নিলাম পূর্বের মত। লাল সুতার শেষ প্রান্ত থেকে কালো সুতার শুরু করে পেচিয়ে নিলাম।
চতুর্থ ধাপ
কালো সুতা লাগিয়ে নেয়ার পর আমি এইবার হলুদ রঙের সুতা নিলাম। কালো সুতার শেষ প্রান্ত থেকে হলুদ সুতা লাগানো শুরু করলাম। এক্ষেত্রেও আমি আঠা লাগিয়ে তারপরে সুতা লাগালাম।
লাল,কালো আর হলুদ সুতা দিয়ে পুরো গ্লাসটা কভার করে নিলাম।
পঞ্চম ধাপ
এরপরে আমি কিছু পুতি নিয়ে নিলাম, পুতি দিয়ে কালো রঙের মাঝে একটু ডিজাইন করে আঠা দিয়ে পুতি বসিয়ে দিলাম।
এইতো তৈরি করে পেল্লাম খুব সহজেই একটি কলমদানি। আমি এই কলমদানিতে আমার আর্ট এর তুলে পেন্সিল আর কলম রেখে দিলাম।
আশা করি আপনাদের কাছে আমার এই নতুন উদ্ভাবন ভালো লাগবে। সবার মতামত এর অপেক্ষায় রইলাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার @bristy1
ডিভাইস স্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম
লোকেশন https://maps.app.goo.gl/hip5r7Lqpsxc6tF38
💦
💦 BRISTY 💦
💦

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @bristy1 |
---|---|
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম |
লোকেশন | https://maps.app.goo.gl/hip5r7Lqpsxc6tF38 |