বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি মালয়েশিয়ার কলারামপুর থেকে আপনাদের সাথে যুক্ত আছি আজ আমি সূর্য অস্ত্রের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আগে প্রতিনিয়ত এখানে সূর্য অস্ত্রের ফটোগ্রাফি এবং সূর্য উদয়ের ফটোগ্রাফি উপস্থাপনা করলেও অনেক দিন যাবত এখানে আর আজেকের লেখা হয় না যাইহোক আপনাদের মাঝে অনেকদিন পর সূর্য অস্থির ফটো উপস্থাপনা করতে যাচ্ছি।
![]() |
---|
এটা হল গতকাল আনুমানিক সাতটার সময় ফটোগ্রাফি মালয়েশিয়াতে সাতটা ৫০ মিনিটে সূর্য অস্ত যায় সাড়ে সাতটা পর্যন্ত সূর্য দেখা যায় পশ্চিম আকাশে। হাজারো কিলোমিটার দূরে এই সূর্য তবু এই পৃথিবীর বুক থেকে মনে হয় যে খুবই কাছে । আমাদের চোখের ক্যামেরাতে প্রতিনিয়ত আমরা দেখে থাকি এই সূর্য তবে ফোনের ক্যামেরা তে একটু ভিন্ন রকম দেখা যায়।
সূর্য ফটোগ্রাফি করা সঠিক সময় হল বিকালে এবং সকালে এই দুই সময়টা সূর্যের তীব্রতা কম থাকে তখন খুব ভালো ছবি উঠানো যায় তবে বেশি সুন্দর লাগে নদীর কিনারায় যদি সূর্যের ছবি ক্যাপচার করা যায়।
সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে এক প্রান্তে সকাল হয় আবার আরেক প্রান্তে সন্ধ্যা নেমে আসে এভাবেই সূর্যের প্রদক্ষন করে পৃথিবীর চারপাশে আর আমরা এই সূর্যের আলোয় উপকৃত হই সারাটা জীবন।
আমি সূর্যের ছবিগুলো একসাথেই শেয়ার করছি এই ছবিগুলো রাস্তার পাশ থেকে দাঁড়িয়ে উঠানো কাল ডিউটি ছেড়ে দিয়ে যখন বাসায় রওনা দিচ্ছিলাম তখন এই ছবিগুলো কালেকশন করেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন