💝আসলামুআলাইকুম প্রিয় বন্ধুরা💖
মধ্যবিত্তরা কেন দিন দিন নিম্নমধ্যবিত্ত হচ্ছে
• আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমার পোস্টের বিষয় হচ্ছে[ মধ্যবিত্ত] মধ্যবিত্ত আমাদের বাংলাদেশের অত্যন্ত বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে ব্ল্যাকমানি অথবা কালোটাকা । আমরা সবাই জানি আমাদের কাছে থাকার সম্পদগুলোর সরকারকে একটি নির্দিষ্ট সময় পর ট্যাক্স দিতে হয় আর এই টেক্স থেকে বাঁচতে অথবা ছাড় পেতে অনেক অসাধু মানুষ রয়েছে যারা নিজের টাকা বা সম্পদ লুকিয়ে রাখে ফলে একটি নির্দিষ্ট সময় পরে সরকারের কাছে টাকার অভাব পড়তে থাকে তখন সরকার বাধ্য হয়ে পণ্যের উপরে ভ্যাট বাড়াতে থাকে। এর ফলে যারা বড়লোক তারা আরো বড়লোক থাকে থাকে এবং যারা গরীব বা মধ্যবিত্ত তারা আরো গরীব হতে থাকে।
মধ্যবিত্ত থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি
• আমরা বিশ্ব বিখ্যাত বিলগেটস কে সবাই চিনি তিনি একটি কথা বলেছিলেন সেটি হচ্ছে [তুমি যদি গরীব হয়ে জন্ম গ্রহণ করো সেটা তোমার অপরাধ নয় কিন্তু তুমি যদি গরীব হয়ে মৃত্যুবরণ করো সেটাই তোমার অপরাধ ] অর্থাৎ তিনি এই কথা দ্বারা এটি বোঝাতে চাচ্ছেন আপনি যদি বর্তমানে গরিব থাকেন অথবা আপনি যদি গরীব হয়ে জন্ম গ্রহণ করেন তাহলে সেটিতে আপনার কোন দোষ নেই কিন্তু আপনি যদি বর্তমানে তার বিরুদ্ধে একশন না নেন আপনার যদি প্রবল আকাঙ্ক্ষা না থাকে যে একদিন মিলিয়ন বা বিলিয়নার হবেন সে আকাঙ্ক্ষা সেই স্বপ্ন নিয়ে আপনি যদি আপনার জীবনে পুরোপুরিভাবে একশন না নেন তাহলে আপনি গরীব থেকে যাবেন এবং সেটি আপনার অপরাধ হবে, সুতরাং আসুন গুগোল পরিশ্রম করি এবং নিজের জীবনকে পরিবর্তন করি।
আমার ব্যক্তিগত কিছু মতামত
আমাদের উচিত আমাদের বাস্তব জীবনে একজন পরিশ্রমী ব্যক্তি হয়ে জীবনকে অতিবাহিত করা কেননা আমরা যদি পরিশ্রমই হয় তাহলে আমাদের দেহে সহজে রোগ হবে না আবার অন্যদিকে প্রবল পরিশ্রমই পারে আমাদের জীবনকে সফলতার শীর্ষে তুলতে। বাংলাতে একটা কথা আছে যে যত পরিশ্রমই সে তত উন্নত আসলে আমরা যদি একটু লক্ষ্য করি এটি আমাদের বাস্তব জীবনে পুরোপুরি ভাবে কার্যকর সুতরাং আমাদের এই কথাটি কে আমাদের জীবনে বাস্তবায়িত করা উচিত।