আজ আমরা রাজপথে!
আমাদের ৮ দফা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা united – আমরা ready!
আমাদের দাবি: ১. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করো।
২. বিএসসি ইন এগ্রিকালচার (অনার্স) এ সরাসরি ভর্তি নিশ্চিত করো।
৩. কৃষি শিক্ষার্থীদের পেশাগত মর্যাদা প্রদান করো।
৪. চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করো।
৫. প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে আধুনিক ল্যাব স্থাপন করো।
৬. শিক্ষা উপকরণে ভর্তুকি দাও।
৭. ছাত্রাবাস ও পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করো।
৮. ডিপ্লোমা ইন এগ্রিকালচার প্রোগ্রামের মান উন্নয়ন করো।
আমরা চাই অধিকার, অনুগ্রহ নয়।
আমরা চাই ন্যায্যতা, বৈষম্য নয়।
আমরা শিক্ষার্থী – আমরা হার মানি না!
#আমাদেরআন্দোলনচলবেই
#ডিপ্লোমাছাত্রঅধিকার
#উচ্চশিক্ষাআমাদেরঅধিকার