আসসালামু আলাইকুম।
হ্যালো হাইভ এর বন্ধুরা!!
সবাই কেমন আছেন?? আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
বন্ধুরা আমি এখানে নতুন। আমার নাম আফলাতুন নিসা। আমি বাংলাদেশের গাজীপুরে বসবাস করি। আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী, আমার বাবার নাম মোহাম্মদ মহসিন, মায়ের নাম মোসা: জহুরা আক্তার। আমরা তিন ভাই বোন । আমার বড় ভাই ঢাকা কলেজে পড়াশুনা করে, আর আমার ছোট বোন ইন্টার 1st ইয়ার এ পড়ছে।
আমি গাজীপুর সরকারি মহিলা কলেজ থেকে এবার HSC পরীক্ষা দিয়েছি। ইচ্ছা আছে ভালো একটা ইউনিভার্সিটি তে ভর্তি হব।
গাজীপুরে আমার শশুর বাড়ী, আমার শ্বশুর বাড়ির সবাই অনেক ভাল, সবাই আমাকে খুব ভালোবাসে, আমিও তাদেরকে খুব ভালোবাসি।
2018 সালে আমার বিয়ে হয়, 2020 এ আমার একটা মেয়ে হয়। আমি আমার মেয়েকে খুব ভালোবাসি ।আমার মেয়েও আমকে খুব ভালোবাসে।
অবসর সময় আমার অনেক কিছু করতে ভালো লাগে,যেমন আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি,
আর্ট করতে ভালোবাসি,গান শুনতে ভালোবাসি, এবং অবসরে আমি আমার মেয়েকে নিয়ে খেলতে ঘুরতে সবচেয়ে বেশি ভালোবাসি।
যেহেতু আমি ঘরের বউ সেহুতু আমি রান্না বান্না করতে ও ভালোবাসি। আমি সময় পেলে হুটহাট নতুন নতুন রেসিপি করে ফেলি। বাসার সবাই আমার রান্না খুব পছন্দ করে।
আমি ঘুরতে যেতে খুব পছন্দ করি তাই যখনি সময় পাই আমি বাহিরে ঘুরতে যাই। কখনো বন্ধুদের সাথে। কখনো পরিবার নিয়ে।
যেহেতু আমি এখানে নতুন সেহেতু আমি আশা করি আপনারা আমকে হেল্প করবেন।যদি আমার কোন ভুল হয় আশাকরি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ধরিয়ে দিবেন।