আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই বিরূপ পরিস্থিতিতে সবাই ভালো থাকুক সৃষ্টিকর্তার কাছে আমার একটাই প্রার্থনা।
তো সবার আগে আমি পরিচয় দিয়ে দেই। আমার নাম আফসার - উজ - জামান, ডাক নাম ফাহিম। আমি বর্তমানে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছি। এ ছিল আমার পরিচয়। এর বাইরে জানার মত আমার সম্পর্কে কিছু নেই।
এখন আসি আমি আমার মূল বিষয়বস্তুর মধ্যে। আজকে যেহেতু আমার প্রথম লেখা তাই আজকে আমি কোনো নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে লিখব না। সত্যি কথা বলতে গেলে এখন আমার মাথায় কোনো বিষয়বস্তু আসছে না। আরেকটু ভালোভাবে বলতে গেলে এখন আমার অবস্থা হচ্ছে এরকম ; যেরকমটা পরীক্ষার হলে প্রশ্ন কমন না পড়লে একজন পরীক্ষার্থীর হয়। প্রশ্ন কমন না পড়লে একজন পরীক্ষার্থী যেমন অন্যরকম গল্প লেখা শুরু করে ঠিক তেমনই আজকে লিখব অন্যরকম গল্প।
ওহ, আমি মনে হয় এদিক সেদিক কথা বলতে গিয়ে মূল বিষয়বস্তু সম্পর্কে ভুলে গিয়েছি। আজকে আমার লেখার মূল বিষয়বস্তু হচ্ছে "কিছু সাধারণ কথা"। বিস্তারিত বলতে গেলে আমি আজকে লেখালেখি সম্পর্কে কিছু বলতে চাই। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে, আমি তো একটু আগে বললাম যে, আমি নির্দিষ্ট কোনো বিষয়বস্তু নিয়ে কথা বলব না কিন্তু লেখালেখি তো নির্দিষ্ট বিষয়বস্তুর পর্যায়ে পড়ে। তো এ বিষয়ে আমি বলতে চাই যে, আমি লেখালেখি সম্পর্কে শুধু সাধারণ আলোচনা করব। যেটাকে আঞ্চলিক ভাষায় অনেকে বলেন ফাও আলাপ।
লেখালেখি কি? লেখালেখি জিনিসটা আসলে কি? এই প্রশ্নটার উত্তর একমাত্র কবি সাহিত্যিকরাই ভালো দিতে পারবে। লেখালেখি বিষয়টা সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। তবে আমি এটুকু বলতে পারব যে লেখালেখি হচ্ছে একজন মানুষের ভাব প্রকাশের সর্বোত্তম মাধ্যম। একজন মানুষের মনের আকাঙ্খা, ভাব, ভালোবাসা, অভিমান, সবকিছুই লেখার মাধ্যমে ফুটে ওঠে। লেখালেখি হচ্ছে কারো নেশা, কারো পেশা, কারো শখ, কারো প্রয়োজনীয়তা, কারো আবেগ প্রকাশের মাধ্যম, আর আমার! সেটা না হয় আপনারাই বলুন। কেউ লিখে খুশিতে, কেউ লিখে দুঃখে, কেউ বা লিখে অন্যের কল্যানে। কারো লিখায় প্রকাশ পায় আবেগ, কারো লিখায় প্রকাশ পায় ভালোবাসা, কারো লিখায় প্রকাশ পায় নিজস্ব অনুভূতি, কারো লিখায় প্রকাশ পায় ক্রোধ, ঘৃণা। কেউ লিখার মাধ্যমে আমাদের হাসায়, কেউ কাঁদায়, কেউ গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সম্পর্কে ধারণা দেয়।
আসলে লেখালেখি করার জন্য বিষয়বস্তুর অভাব নেই। কেউ লেখে কারো জীবনবৃত্তান্ত নিয়ে, কেউ লেখে প্রকৃতি এবং জীব সম্পর্কে, কেউ লেখে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে, কেউ লেখে নিজেকে নিয়ে আর যারা কোনো বিষয়বস্তু খুঁজে পায় না তারা আমার মত ফাও আলাপ করে।
সবশেষে আমি শুধু এটুকুই বলব, লেখালেখি করার কোনো ভাষা নেই। আপনি যা বলবেন, যা দেখবেন, যা করবেন সেটাই লেখা। আজকে আমার লেখালেখি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।
ধন্যবা।