প্রায় দুমাস ধরে আমি হাইভ এ এসেছি। এই দুই মাসে আমি বেশিরভাগ শুধু গল্পই লিখেছি। তবে আজকে ভাবলাম একটু নিজেকে নিয়ে লিখি, নিজের ব্যাপারে কিছু লিখি। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল নিজের দৈনন্দিন কাজ নিয়ে ব্লগ লিখার। কিন্তু কোনোভাবেই আমার সময় বের হচ্ছিল না বা নিজেকে নিয়ে লেখার এনার্জিও পাচ্ছিলাম না। আসলে বলতে গেলে আমি খুবই ব্যস্ত থাকি দিনের বেশিরভাগ সময়। তো রাতে এসে যখন বিছানায় শুয়ে পড়ি তখন আর কোনো এনার্জি থাকে না সারাদিন কি করলাম তা নিয়ে কথা বলার।
আমি এমনিতে সকালে ঘুম থেকে উঠি। প্রায় আটটা নয়টা বেজে যায় উঠতে উঠতে। তো এমনিতে সবাই ঘুম থেকে ওঠার পর ব্রাশ করা শুরু করে দেয় কিন্তু আমি কিছুদিন ধরে ঘুম ভাঙার পরও এক থেকে দেড় ঘন্টা বিছানায় অযথা শুয়ে থাকি। কেন থাকি তা আমি নিজেও জানিনা 😂। এটা যদিও আগে ছিল না। তার ওপর যখন কাজের ব্যস্ততা থাকে তখন তো আরো হয়ে উঠে না। তবে কিছুদিন ধরে এই জিনিসটার প্রতি আমার অভ্যাস বেড়ে যাচ্ছে। আমি নিজেও জানি এই জিনিসটা আমাকে বাদ দিতে হবে 😴। যাই হোক সকালে ঘুম থেকে উঠার পর ব্রাশ করার পরে আমার প্রিয় কাজ হচ্ছে ল্যাপটপে লাউড স্পিকারে জ্যাজ মিউজিক ছাড়া। এই অভ্যাসটা আমার জানুয়ারির থেকে শুরু হয়েছে। কেমন জানি একটা আনন্দ আনন্দ ফিল পাই আমি। স্পেশালি যখন ব্রেকফাস্ট করার পর কফি খাই। ওহ্! আমার ব্রেকফাস্ট এর ব্যাপারে বলি। আমি ব্রেড বাটার, ডিম ওমলেট ও তিন চামচ কফি পাউডারের সাথে পানি মিশিয়ে এক্সপ্রেসও বানিয়ে খেতে পছন্দ করি ব্রেকফাস্টে। তো কফি খেতে খেতে জ্যাজ মিউজিক শোনার অনুভূতি আলাদা। চাইলে আপনিও একবার ট্রাই করতে পারেন। আর তাছাড়া এক্সপ্রেসও অনেকেরই পছন্দ নয় কিন্তু আমার আবার খুব পছন্দের। আমি একটু উল্টাপাল্টা তোহ, সবকিছুই একটু ভিন্নতা আমার মধ্যে আছে 😌।
যেদিন আমি ফ্রি থাকি ও বাসায় থাকি বা তেমন কোন কাজ থাকে না সেদিন ব্রেকফাস্টের পর টানা আমি গান শুনতে থাকি ল্যাপটপে। এটাও আমার একটি প্রিয় কাজের অংশ। গান শুনতে একটা আলাদা ভালো লাগা কাজ করে আমার। স্পেশালি কফি খাওয়ার পর। আমার মামনি ও গান শুনতে খুব পছন্দ করতেন সেই থেকে এটা আমি পেয়েছি। আমার youtube এ তো আলাদা প্লেলিস্ট তৈরি হয়ে গিয়েছে বাংলা ,ইংলিশ ,হিন্দি ,স্পানিশ। সব ধরনের গানই শোনা হয় আমার। জাস্ট আমার ভালো লাগলেই হল। তাছাড়া আর কিছুদিন পরেই আমার ইউনিভার্সিটি লাইফ শেষ হবে। এখন আর খুব একটা মুভি বা সিরিজ দেখা হয় না এর জন্য। কারণ দেখলেই আমার অভ্যাসে পরিণত হয়ে যায় যেটা থেকে পরে আমি যথেষ্ট সমস্যায় পড়ি। তাই আপাতত এখন মুভি সিরিজ দেখা থেকে নিজেকে যথেষ্ট চেষ্টা করছি বিরত রাখা।
আমি মানুষটা খুব খেতে পছন্দ করি। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন ছুটির দিনে আমার প্রিয় কাজ কোনটি আমি চোখ বন্ধ করে বলবো ফুডপান্ডা থেকে মিডিয়াম বা লার্জ পিজ্জা অর্ডার করে খাওয়া, আর একসাথে মুভি দেখা। আমি আসলে বাইরে জার্নি করতে খুব একটা পছন্দ করি না। আমি সবসময় দেখি মানুষ ট্যুরে যেতে খুব পছন্দ করে। আমি আবার সে ক্ষেত্রে আলাদা। একটু বেশিই আলাদা বলতে পারেন। কারণ আমি আবার ঘোরাঘুরি একদম পছন্দ করি না। আমি এক রুমে থাকার মানুষ।
অন্যদিকে আমি আবার একা থাকতে বেশি পছন্দ করি। আমার ফিউচার প্ল্যান এর মধ্যে একটি হচ্ছে যখন নিজে টাকা কামাবো তখন দূ্ই রুমের একটা সুন্দর ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো। নিজের মতো করে পুরো ফ্ল্যাটটা সাজাবো। এক সময় আমি একাকীত্বকে অনেক ভয় পেতাম কিন্তু সেই আমি এখন একাকীত্ব এনজয় করি। আমি আবার সোশ্যাল মিডিয়াতেও তেমন একটিভ থাকি না। বেশিরভাগ সময়ই আমার ফেসবুক ডিএকটিভ থাকে কারণ আমি দেখেছি যতই মানুষের সাথে কম কথা বলি তত ভালো থাকি বর্তমানে। কিন্তু হ্যাঁ আমারও কিছু স্পেশাল মানুষ আছে যাদের সাথে আমার কথা না বললে চলেই না। আবার আমি রেস্টুরেন্টে একা বসে খেতেও পারি। আমার কোন অসস্তি ফিল হয় না। আমি একা একাই শপিং করতে যাই। জামা -জুতো সব একাই কিনি।
যাই হোক অনেকক্ষণ অযথা বকবক করলাম। পারলে আপনারও কিছু ডেইলি রুটিন কমেন্ট বক্সে বলতে পারেন। আমার ভালো লাগবে। সামনে আবার আমার সারাদিনের কাজ নিয়ে লিখব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ। ❤️