আসসালামু আলাইকুম সবাইকে
আসা করি আপনারা সবাই ভালো আছেন।
আবার চলে আসলাম নতুন রেসিপি ভিডিও নিয়ে ।আসা করি আপনাদের ভালো লাগবে।
কিভাবে খুব সহজেই কাকরোল এর সবজি তৈরি করবেন || Spiny/kakrol sobji recipe
উপকরণ ;-
১. হাফ কেজি কাকরোল
২. হাফ কাপ চিংড়ী মাছ
৩. ২টা পিয়াজ কুচি
৪. ৩কাপ পানি
৫. ১ টেবিল চামচ রশুন বাটা
৬. ১ টেবিল চামচ জিরা বাটা
৭. হলুদ ১ টিস্পুন
৮. মরিচ গুঁড়ো ২ টিস্পুন
৯. লবন পরিমান মতো
আরো মজার মজার রেসিপি জন্য আমার ইউটিউব চ্যানেলটি দেখতে পারেন।